নিঃসঙ্গ বালক
ঈশান আরেফিন
কুয়াশা আছে, আছে মাতাল পবন।
তার মাঝে এক নিঃসঙ্গ বালক,
নিরাশ চোখ তার, রক্তশূন্য মন,
রিক্ত হাতে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়।
তোমরা কি কেউ এনে দিবে তাকে-
হাজার জোছনার হাসি?
তোমরা কি কেউ শোনাবে তাকে-
বেঁচে থাকার গান?
তোমরা কি কেউ বলবে তাকে-
এই জীবন বড়ই মধুর।
কোনদিন যদি চন্দ্রকন্যা আসে,
ছেলেটির ঠোঁটে আঁকে
ভালবাসাময় চুম্বন।
তবেই সে বাঁচবে,
আবার বুনবে সুখের স্বপন।
ছেলেটি জানে,
বেঁচে থাকা যে অপার আনন্দের,
তাই সে রয়েছে অপেক্ষায়......
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯