শহুরে যান্ত্রিক জীবনের মাঝে যে মানবিক আবেগ সমূহ হারিয়ে যায় তা উপলব্ধি করার মতন যথেষ্ট জ্ঞান মনে হয় আমাদের মতন স্বার্থান্বেষী মানুষদের দেওয়া হয়নি। আমরা মুখে চর্চা করি মানবিকতার, আর বাস্তবায়ন করি মরীচিকাময় লোভাক্রান্ত কর্মকাণ্ড।
আমাদের বাড়ীর পাশেই চলছে নতুন বাড়ী তৈরির কাজ, এক বিশাল কর্মযজ্ঞ। সারাদিন ধরে চলছে অবিরত শব্দদূষণ, অথচ আমাদের এই জায়গার আশেপাশেই বাস করে আমার মতন অনেক H.S.C ও S.S.C. পরীক্ষার্থী। তবে বাড়ীর কাজে শব্দ হবে সেটাই স্বাভাবিক, এটি না হয় মানা গেল। কিন্তু ঐ বাড়ীর কাজ করতে যেয়ে সম্পূর্ণ দখল করা হয়েছে চলাচলের একমাত্র রাস্তাটি, এখান দিয়ে মানুষের হাঁটাও দায় হয়ে পড়েছে। যিনি বাড়ী তৈরি করেছেন তিনি চাইলেই রাস্তা ছেড়ে এইসব কাজ করতে পারতেন, কারন ঐ জায়গার আশেপাশেই তাদের নিজেদের অনেক জায়গা খালি পড়ে রয়েছে। কিন্তু তিনি তা করবেন না, এটি করলে তো আর রাস্তা বন্ধ করে তার বাড়িওয়ালাসুলভ দম্ভ প্রকাশ করা সম্ভব হবে না। আইনকানুন এর তোয়াক্কা করতে তার বয়েই গেছে, কারন তিনি একজন মহান বাড়িওয়ালা।
যাই হোক, আমার ক্ষোভ তার উপর নয়, আমার ক্ষোভ এই সমাজ ব্যবস্থার পর, যার জন্য তৈরি হয়েছে শ্রেণীবিভেদ , যার জন্য সুযোগ হয়েছে বিত্তওয়ালাদের দম্ভ দেখানোর।
আমি আমাদের নিজেদের বাড়ীতে বাস করি, এখন নিজেকেই অপরাধী মনে হয়, মনে হয় আমি নিজেও তো এই মানবিকতাহীন দাম্ভিকদের দলে শামিল.........