আমি ফেসবুক চালাই ২০০৯ সাল থেকে, অর্থাৎ যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে। এস.এস.সি. পাস করলাম ২০১১ সালে, লোকে যাকে ভাল ফলাফল বলে চালায়, গোল্ডেন এ+, সেটিই পেলাম। কিন্তু পরীক্ষার সময়ও এক দিনের জন্যও ফেসবুক কে ছাড়তে পারি নি। এরপর ভর্তি হলাম বাংলাদেশ এর সবচাইতে ঐতিহ্যবাহী কলেজ (ঐতিহ্য এখন ম্রিয়মান), ঢাকা কলেজ এ।
ঢাকা কলেজ এ ভর্তি হয়েই মনে হল দেহে নতুন দুটি অঙ্গ জন্মেছে, যার নাম ডানা। ডানায় ভর করে উড়ে বেড়াতে লাগলাম, পড়াশোনা নামক যে একটা বস্তু আছে তাই ভুলে গেলাম। কলেজ যেতাম, কোন ক্লাস করতাম না, শুধু আড্ডা আর ঘোরাঘুরি। আমার ঢাকা কলেজ এর জীবন সম্পর্কে আগে একটা পোস্ট করেছিলাম এইযে এটি দেখলে আমার কলেজ জীবন সম্পর্কে কিছুটা ধারনা পেতে পারেন।
এবার মুল প্রসঙ্গে আসি। জীবন ধ্বংস করার আরেকটি মোক্ষম অস্ত্র আমার হাতেই ছিল, যার নাম ফেসবুক। প্রতিদিন ফেসবুক এ বসতাম, যেভাবে নেশাগ্রস্থরা নেশা করে ঠিক সেভাবেই। এটি আমার নেশা হয়ে গিয়েছিল। খাবার সময়, এমনকি বাথরুম এ গেলেও ফেসবুক আমার সাথেই থাকত, মোবাইল আছে না। কম্পিউটার, মোবাইল উভয় মাধ্যমেই চলতো ফেসবুক লীলা। ফেসবুক লীলা মানে কি জানেন? মেয়েদের সাথে সারাদিন চ্যাটিং এ পড়ে থাকা, হাবিজাবি গেম খেলা ইত্যাদি। এভাবে পড়াশোনা যা জানা ছিল তাও ভুলে যেতে বসলাম, মা বাবার স্বপ্ন ধূলিসাৎ করতে উঠে পড়ে লাগলাম।
আমি কবিতা লিখি, কিন্তু ফেসবুক নেশায় কবিতাও আমার কাছে মরীচিকা হয়ে পড়েছিল। শেষমেশ গত বছরের শেষ দিন আমার বোধোদয় হল, ফেসবুক ডিঅ্যাক্টিভ করলাম। করার সময় যে আমার কি কষ্ট হয়েছি টা বর্ণনাতীত, নেশা গ্রস্থদের নেশাদ্রব্য ত্যাগ করতে যে কষ্ট হয় ঠিক সেরকম।
এপ্রিল মাসে আমার এইচ.এস.সি পরীক্ষা। সময় খুবই কম, তবে এখন পড়ালেখা শুরু করেছি, ফেসবুক বন্ধ করায় আবার নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছি, চেষ্টা করছি ভাল কিছু করবার। জানি আমাকে ভাল কিছু করতে হলে সত্যিই এখন অনেক কষ্ট করতে হবে,তবে আমি এবার দৃঢ় প্রতিজ্ঞ.........
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪