একজন জোছনাবতী ও রোদ্রস্নাত ঘোর বরষা
ঈশান আরেফিন
মেঘ কালো ঐ নয়নের আবেশে
হারিয়ে যাবো বলে দু চোখ ভরে তাকাই,
দেখা মেলে জীবনের গাড় অনুভূতির।
সে হাসে,
মায়ার সাগরে ভাসিয়ে দেয়া সেই প্রাণময় হাসি
যেন মহাকাল হয়ে বাজে।
সে একজন নারী; সংজ্ঞাহীন।
কি বলে পরিচয় দেব তার-
"রোদ্রস্নাত ঘোর বরষা"।
অবাক নেত্রে দেখি,
ভরা যৌবনে জোছনার ছায়া
তার অবয়বে; তার শরীরে
উদ্দামতা খেলা করে নিরন্তর।
সে চঞ্চল,সে শৃঙ্খলহীন, সে উচ্ছলতার কবি।
তবুও সে প্রগাড় মায়াবতী,
চোখে তার সবুজ জীবনের প্রতিচ্ছবি।
আজ বুকে টানব তারে,
বলব, "জোছনাবতী, ভালবাসবি মোরে?"
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫