বিসমিল্লাহ্। এটি আমার প্রথম পোস্ট। আজ আমি আপনাদের খানিকটা পরিচয় করিয়ে দেব ঢাকা কলেজ এ আমার প্রথম বর্ষের কলেজ জীবন এর সাথে। আমি HSC '13 ব্যাচ।
ঢাকা কলেজ ভর্তি হয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে, গর্ব নিয়ে। ssc পরীক্ষায় ভাল রেজাল্ট করেছিলাম, পেয়েছিলাম গোল্ডেন। তাই স্বাভাবিক ভাবেই ভাল একটা কলেজ এ ভর্তি হওয়ার স্বপ্ন ছিল। নটরডেম কলেজ এ চান্স না পেয়েও মন তেমন খারাপ হয়েনি। কারন চান্স পেয়েছিলাম দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরানো কলেজ (১৭০ বছর) কলেজ- ঢাকা কলেজ এ।
সবাই যখন শহরের দামি দামি কলেজ এ ১৫ হাজার,২০ হাজার(এসব কলেজ এ মাসে বেতন ১৫০০৳+) এমনকি কোন কোন ক্ষেত্রে লাখের উপরে টাকা দিয়ে ভর্তি হল তখন আমরা মাত্র ১৯৯৫ টাকা দিয়ে (এই টাকা হল ভর্তি ফি এর সাথে এক বছরের বেতন, পরিবহন খরচ সহ) ভর্তি হওয়ার আনন্দে বিভর।
আমাদের কলেজ ক্যাম্পাস সুবিশাল, আছে বিশাল পুকুর, ৭ টি ছাত্রাবাস, বিশাল খেলার মাঠ। ঢাকার বেশিরভাগ কলেজ এর ছাত্ররাই এসব সুবিধার কথা কল্পনাও করতে পারে না।স্কুল জীবনের ক্ষুদ্র পরিসর থেকে বের হয়ে এ যেন পরম পাওয়া।
ভর্তি হবার পরের দিন থেকেই শুরু হল ক্লাস ফাকি দেওয়া। কলেজ এ যাই, মাঠে খেলি, নিউ মার্কেট দাপিয়ে বেড়াই, অন্য কলেজ এর ছেলেদের সাথে মারামারি করে, কত্রিত্ব জাহির করে দিন কাটাতে লাগলাম।
ফলাফল অনুমিতই ছিল। বাবা মার সকল স্বপ্ন জলাঞ্জলি দেওয়ার মতন অবস্থার সৃষ্টি হল, পরীক্ষায় খুব খারাপ করলাম। আমার সব বন্ধুবান্ধব দের ই একই অবস্থা। তাও এখন কোনরকমে পাস করে দ্বিতীয় বর্ষে উন্নিত হয়েছি। চেষ্টা করছি নিজেকে আবার পড়াশোনার বৃত্তে ফিরিয়ে আনার। সবাই আমার জন্য দোয়া করবেন......
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৬