ডিসেম্বর জানুয়ারীতে প্রচন্ড শীত পড়ার কথা। কিন্তু ভাগ্য ভাল এবার ততটা শীত পড়ে নি। তেমন একটা বরফ এবার দেখি নি। আজ জানুয়ারীর প্রথম সপ্তাহ, অথচ কি চমৎকার বাতাস। মনে হ্য় জানুয়ারী নয়, বরং অক্টোবর যেন শীত পড়ি পড়ি করছে। হিমেল হাওয়া, তবে তা প্রান জুড়ানো।
গত বছর ছিল সম্পূর্ন বিপরীত দৃশ্য। বরফ যেন আমাদের ছাড়তে চায় না। এপ্রিল চলে আসছে অথচ দেখা নেই প্রত্যাশিত সামারের। বিরক্তিতে দিন গুনছিলাম কেন আসছে না রোদ। গাছগুলো আর কতদিন পাতাশুন্য অবস্থায় থাকবে? সামারের ঝলমলে পরিবেশ কত না মনোমুগ্ধকর।
আশ্চর্যের ব্যাপার হল, শীত কম হলেই আমার বাচ্চারা বেশী কাবু হয়। কড়া বরফের উপর দিয়ে তারা বিভিন্ন রকমের খেলা করছে, স্নোম্যান বানাচ্ছে - অথচ দিব্যি ভাল। আর অল্প শীতে দেখছি এরা কাশতে কাশতে শেষ। এর কারন আমি বের করতে পারিনি। হতে পারে কম শীত হলে আমি খুব একটা গুরুত্ব দেই না। অন্তত যতটা দেয়া উচিত। যার ফলে শীত তাদের কাবু করতে পারে। তখন ভোগান্তিটা আমার যায় বেশী। প্রতি মুহুর্ত শশ্রূষায় আর শাসনে রাখতে হ্য় যাতে তাড়াতাড়ি ভাল হয়ে উঠে।
কত কষ্ট। কত প্রতীক্ষার পর আসছে সামার।
তারপরেও শীতকে চলে যেতে দেখে খুব কষ্ট লাগছে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬