আমিও চেয়েছিলাম একমুঠো মেঘে
ভাসমান সৌন্দর্য হতে,
শুভ্রসাদা মেঘের তুলিকায়
আঁকা থাকবে আমার শুভ্র হাসি,
চেয়েছিলাম কখনোবা দুর পাহাড়ের
নাম না জানা পাহাড়ী ফুলের মত মাতানো
রং আর সুবাস হতে,
দুরে দুরে বহু দুরে থেকেও
সেই সুবাসে তুমি খুজে পাবে আমাকে ৷
আবার সমুদ্রের ঢেউয়ের
উন্মাদনা হতে চেয়েছিলাম আমি,
যেখানে লুকোনো থাকে হাজার
হাসি হাজার কান্না, যার অস্তিত্ব
কেউ জানেনা,
সব জেনে নিরব সাক্ষী থাকে
শুধুই সমুদ্রের ঢেউ ৷
আমি চেয়েছিলাম বৃক্ষের
উদারতার মাঝে নিজেকে বিলীন করতে,
ভেবেছিলাম সবুজ রংয়ের মাঝে গভীর হবে
প্রানোবন্ত জীবন ৷
আমার চাওয়াগুলো অবাস্তব ছিলো
যার বাস্তবতা ঘিরে ছিলে তুমি ৷
তবে তুমি বুঝিয়েছো আমার চাওয়াগুলো
"অপরাধ"
আমার ক্ষুদ্র প্রয়াসের বিনিময়ে
দেখিয়েছো নির্মমতা ৷
তবে তাই হোক; তাই ই মেনে নিয়েছি ৷
জিতে গেছো তুমি তোমার নির্মমতায় ৷
জিতে গেছি আমি আমার সমস্ত চাওয়া
জলাঞ্জলী দিয়ে তোমার ভালোবাসায় ৷
সত্যি করে বলো তো,
হেরে গেলো কে তবে???
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭