একটা চিঠি লিখবো
যেটার আনাচে কানাচে থাকবে
শুধু তোমার অভিযোগ গুলো!!!!
আমার কাছ থেকে তোমার
না পাবার সব অভিযোগ,
অভিযোগগুলো লেখার পর
বেনামে তোমার কাছে পাঠাবো
তুমি মিলিয়ে নিও সব ঠিকঠাক
আছে কিনা ৷
আমি জানি তুমি আমাকে ছাড়তে
ব্যাস্ত হয়ে পরেছিলে,
আর তাই তোমার অভিযোগের পাল্লাটা
দিনদিন ভারী হচ্ছিলো ৷
শেষ পর্যন্ত তুমি পেরেছোও আমার
বাঁধন থেকে মুক্ত হতে ৷
যখন থেকে ভালোবাসতে শিখেছি
তোমাকেই ভালোবেসেছি ৷
কিন্তু দেখো যখন ভাবলাম তোমার চোখে
এক ফোটা জলও আসতে দেবোনা
ঠিক তখনই তুমি আমাকে জানান দিচ্ছিলে
তোমার চোখের জলের কারণটাই
নাকি আমি ৷
যখন থেকে ভাবলাম তোমার হাসিটা
ধরে রাখবো আজীবন
তখনই তুমি বোঝাচ্ছিলে তোমার হাসিটা
ছিনিয়ে নিচ্ছি আমি ৷
যখন থেকে ভাবলাম তোমার স্বপ্নগুলোকে
বাস্তব রুপ দিয়ে আগলে রাখবো
তখনই বলে দিলে তোমার স্বপ্নের
বাঁধা নাকি আমারই দেয়া ৷
আর কি বলবো বলো???
বুঝে তো গেলামই তুমি মুক্তি চাও
তা না হলে সব হ্যাঁ গুলো কেনো না হবে??
দোষটা আমারই,
আমিই হয়তো তোমার মনের মতো
হতে পারিনি,
পারিনি তোমাকে বুঝতে
যার পরিণাম আজ তুমি আমার
পাশে নেই ৷
তাইতো আজ লিখতে বসেছি
হিসেব মেলাতে বসেছি
সত্যিই কি কিছুই পারিনি???
উত্তরটা তুমিই ভালো বলতে পারবে হয়তো ৷
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭