সময়ের পেছনে থেকে মরচে পরেছে সুতোয়
এখানে সেখানে তাই আটকে যাচ্ছে বার বার।
সেচ্ছায় নির্বাসিত সময়গুলো এখন স্লোমোশন
ধীর আর ফেকাশে ফিল্মের সচল প্রতিতি জেনো।
বাহুর ডায়াগ্রামে এখন ঘুনে পোকার ভংগুর আস্তরন
প্রতিটি কপিকল এখন ক্যাচ ক্যাচ শব্দ তোলে শুধু।
তেইশ জোড়া ক্রোমোজম এখনো সত্যই সচল
অথচ বাইপাসের টিস্যুগুলো এখন বড্ড শ্লথ।
জিয়ন কাঠি ছুইয়ে আর কত ধুকপুক চালু রাখা
ছুটিতে যাবার পায়তারা করছে সালোকশ্লেষনেরা।
রক্তের দুর্বার ছুটে চলা এখন আর ‘দুর্বার’ নেই
অশনি সংকেতে প্রকম্পিত চারিধার হাহাকার।
ফাগুনের সেই রংগিন দিনগুলো সত্যিই ধুসর এখন
সায়াহ্নে বসে জীবন লতার নেতিয়া পরার বাকি।