স্রষ্টার মুখোমুখি কিছু টা সময় অবিশ্বাসী আমি,
বলি_ আমি তোমায় বিশ্বাস করিনা,
হেয়ালি পূর্ণ উত্তর ভেসে আসে-
আমার কিছু যায় আসেনা।
ক্রুধ্য আমার চিৎকারে তার কালো সন্ধ্যার-
বিধ্বস্ত পাল ছিড়ে যায়,
-আমার কিছু যায় আসেনা!-
বাতাসে ভেসে বেড়ায় মৃত লাশের গন্ধ,
শ্রমিকের কাতর ধনীতে; সু-উচ্চ দালান।
নগর নামের রাজপ্রাসাদ গুলোতে
কিছু স্রষ্টার সংঘবদ্ধ বসবাস ।
সম্রাজ্যবাদের প্রতিজ্ঞায় চামড়াহীন শেয়াল গুলোর
মরাকান্না ভেসে বেড়ায় প্রতিটি দেয়াল জুড়ে।
রক্তধারায় প্লাবিত ফসলের মাঠ,
স্বার্থান্বেষী সোঁদা গন্ধ গ্রাস করে নেয়;
গ্রাস করে নেয় মাঠ-ঘাট আর
পূর্ণিমার চাঁদটিও ভরে ওঠে কুটিল হাসিতে।
রক্তগুলো পরিনত হয় খুদায়
বাঁধ ভাঙ্গা উচ্ছাসে শেয়ালের কান্নাগুলো
কিভাবে যেন হায়নার হাসিতে রূপ নেয়।
একটু একটু করে তারা আমায় টেনে নেয়
চাপা পড়ে যায় প্রতিবাদের স্বর,স্রষ্টার কালো রঙ্গে।
স্রষ্টার কালো দালান গুলিতে আমি ও ঢুকে যাই,
একটু একটু করে,
-আমারও আর কিছু যায় আসেনা-