আজ ভেঙ্গে দিলাম
তোমার আদলে গড়া কাঠপুত্তুলি টিও
সেই কবে, সংগ্রামী রক্ত করবির দু চোখ দিয়ে
করেছিলাম অনুভূতির প্রলাপ,
আজ অবধি শঙ্খচূড় এর বিষময় শরীর নিয়ে
তীব্র ঘৃণা পুষে রেখেছিলাম,
আরো কিছু নির্ঘুম রাত হয়ত
এভাবেই কেটে যাবে ,
তোমার ছায়াময় শরীর পড়ে রবে
এই অন্ধকার মেঝে তে ।
আমার বিষাদী চোখ ঘৃণা নিয়ে
চেয়ে রবে কোন নিহারিকায় ,
আজ তোমার চোখে জল মানায় না
তুমিএতটাই দূরে
আবেগ গুলো তোমায় আর স্পর্শ করেনা ।