আমি ঠিক আছি, আমার ছানা, আমার পোনাটাও;
আমার খানা, আমার পিনা, নিত্যদিনের কর্ম আমার সোনাটাও।
আমার নাস্তা, আমার ডিম-পোসটা;
ঠিক আছে -
আমার টিফিন-বাটি, আমার খবরের কাগজটাও।
আমার বেতন, জামার বোতাম, প্যান্টের জিপারটা;
ঠিক আছে আমার -
মেয়ের স্যান্ডাল, বৌয়ের চুলের কাঁটাটা।
দুপুরের ভাত-ঘুম,
রাতে পায়েশের বাটিটা;
কিংবা বিছানায় পাশ ফিরে,
আরামের কোল-বালিশটা।
দপ্তরের আড্ডা-কথা কিংবা,
ফেসবুকের স্ট্যাটাস!
কোনটা যে কখন হয়ে পড়ে
পেছনের "অা-ছিলা বাঁশ"!
সব ঠিক রেখে আমি অধোমুখে হাটি,
কার, কোথায় কি হল বা কে কি হারাল? তার'ই বা করব কি?
ভাবি কি কখনো -
এরপর বাজবে কলিং-বেল,
পড়বে আমার ঘাড়েতেই ঐ চাপাতি!!!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১:১৭