একজন নারী ধর্ষিত হওয়ার পর খুন হল। বর্বর ঘটনা হিসাবে এটাই যথেষ্ট।
সে কি ছিল;
সে কোথায় পড়ত, কোথায় থাকত;
তার পোষাক কি ছিল;
কোথায় ঘটনাটি ঘটল;
কোন অসুস্থ-মানসিকতার থেকে আমরা এ কথাগুলো বলছি!!
ঘটনাটি যেখানে ঘটল, সেখানকার বাসিন্দারা চাইছে এটা নিয়ে বেশী কথা না হোক। তাদের ইমেজ'র ব্যাপার-স্যাপার।
তাদের বলছি - ধরুন ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গনে আপনার স্ত্রী বা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটল; আপনার প্রতিক্রিয়া কি হবে?!
ঘটনা-তদন্তে ভিক্টোরিয়ার ইমেজ নিয় ভাবতেন, আর ভাবাটা যৌক্তিক কি?!
তখন তো খুব ক্রোধের সাথে বলতেন - Fuck your image.....!!!
বরং ইমেজ তো এভাবেই বাড়ানো যায় - ঘটনা তদন্তে পূর্ণ আন্তরিক সহযোগিতা এবং অপরাধীকে সনক্ত করে ভাল ফল-ঝুড়ি থেকে পঁচাটা বের করে ফেলা। নাকি?
যেহেতু অপরাধী একজন পুরুষ, একারনে পুরুষ হিসাবে আমিও কিছুটা অপরাধবোধ করছি, লজ্জা পাচ্ছি। পুরুষ হিসাবে আমি কোন পুরুষ-রেপিষ্ট-খুনিকে বাঁচানোর কোন ইচ্ছা পোষন করি না।আর সেই অপরাধবোধ লাঘবের জন্য; লজ্জা ঢাকার জন্য - আমি নিজ স্বার্থের কারনেই তনু-ধর্ষন-খুন' এর অপরাধীর কঠিন শাস্তি চাই।
আপনার অপরাধবোধ হচ্ছে না?!
আপনি লজ্জা পাচ্ছেন না?!?!
অপরাধীর সাজা, আপনি চান না?!?!?!
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮