ঐতিহ্যগতভাবে একুশের প্রভাতফেরিতে সবাই খালি বা নগ্ন পায়ে সবাই অংশগ্রহণ করে থাকে। সাম্প্রতিককালে এ বিষয়ে আমার কয়েকটি প্রশ্ন জাগছে। আমি পাঠকের উদ্দেশ্যে তা পেশ করলাম।
১. আমাদের রাস্তাঘাটগুলো নোংড়া
২. অনেকেই রাস্তায় থুথু ও কাশ ফেলে থাকেন
৩. অনেক ক্ষেত্রে রাস্তার পাশের ড্রেন উপচিয়ে রাস্তায় পড়ে
৪. রাস্তায় ছোট ছোট পাথরের কুচি পড়ে থাকে
যখন রাস্তার পরিস্থিতি এরকম সেসময় খালি পায়ে রাস্তায় হাটা কি স্বাস্থ্যসম্মত? পাঠকরা ভেবে দেখবেন।
তাই এই সন্মান জানানোর ঐতিহাসিক প্রথাকে সুন্দরভাবে চালু রাখার জন্য সিটি করপোরেশনকে সংশ্লিষ্ট রাস্তাগুলো ২০ ফেব্রুয়ারীতে ভালোভাবে পরিস্কার করা প্রয়োজন। বিষয়টি ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮