আজ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য পেশ করার কথা ছিল এবং তা পাঠ করে শেষও করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিয়ম অনুযায়ী সূচনা বক্তব্য পেশের দিন আসামীর বিরুদ্ধে সাক্ষীদের তালিকা জমা দিতে হয় রাষ্ট্রপক্ষ থেকে। কিন্তু রাষ্ট্র পক্ষ থেকে কাদের মোল্লার বিরুদ্ধে যে সাক্ষীদের তালিকা দেয়া হয় তাতে দেখা যায় সয়ং আসামী কাদের মোল্লার নামও রয়েছে!!!!!!!!!!!!
কাদের মোল্লা তাহলে রাষ্ট্রপক্ষেরও একজন সাক্ষী!!!!! বাহ নাইসতো!!!!!!!
সকালে ট্রাইব্যুনাল -২ এর কার্যক্রম শুরু হলে প্রথমেই প্রসিকিউটর মোহাম্মদ আলী রাষ্ট্রপক্ষের যে সাক্ষীর তালিকা জমা দেন তা দেখে আদালত বিস্ময় প্রকাশ করেন। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমাদের যে কপি দিয়েছেন তা জমা দেয়ার আগে কি আপনি পড়েছেন? সাক্ষীর নামের সাথে আসামীর নাম এল কিভাবে? এসব কী আপনি দেখেননি?
জবাবে মোহাম্মদ আলী বলেন মাইলর্ড। এসময় ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, মাইলর্ড মাইলর্ড বললে তো হবে না। এরপর আদালত সাক্ষীদের তালিকার কপিগুলি বেঞ্চ অফিসারদের দিয়ে সংশোধন করতে বলেন। আদালত আরো বলেন, নাম ঠিকানার সাথে সাক্ষীদের মোবাইল নাম্বার কেন দিয়েছেন। এই কপি কি ডিফেন্স লইয়ারদেরও কি দিয়েছেন? তাহলে তো ভালোই হয় তারা মোবাইলে সাক্ষীর সাথে যোগাযোগ করবেন।
সূচনা বক্তব্যের সূচনা!!!!!!!!!!
এরপর আদালত কাদের মোল্লার বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য পাঠ করার নির্দেশ দেন। প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, আমার শারীরিক অবস্থা ভালো নয়। আমার পক্ষ্যে প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ সীমন সূচনা বক্তব্য পাঠ করবেন। এরপর মোহাম্মদ আলী দীর্ঘ ২০ মিনিট বক্তব্য রাখেন। এসময় বিচারপতি শাহিনুর ইসলাম বলেন, সূচনা বক্তব্যের আগে যে বক্তব্য রাখলেন এটা কি? তখন অন্য বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এটা ওপেনিংয়ের ওপেনিং বা সূচনা বক্তব্যের সূচনা।