সেই আম বাগানে কড়কড়ে দুপুর বেলা,
যখন সবাই ক্লান্ত প্রায়, বিছানায় সুয়ে পড়া সারা।
কক্ষনো আসবি না, ভুলাবি না মন,
জানালার পাশে ফিসফিসিয়ে সারাক্ষণ।
তুই আমার জালা, আবার থাকতে পারি না তোকে ছাড়া ।
তোর শরীরে মুকুলের গন্ধ,
আমাকে করে রাখে মুগ্ধ ।
কি আছে তোর ঐ বাঁকা চোখে!
আর ঐ চাঁদের মোতন ঠোঁটে।
সারাক্ষণ মনটা আমার তোর পানে ছুটে !
আর কক্ষনো ডাকবি না ঐ আম বাগানে।
তোর সাথে কতই না চলে আড়ি,
তবু কেন যাসনা আমায় ছাড়ি?
তোর পায়ের নুপুরের শব্দে,
বিভোরিত আমার মন,
অচেনা কেউ পাশ দিয়ে গেলে,
মনে হয় এই বুঝি এলি, ভাবি সারাক্ষণ।
পা যেন তোর শিল্পির কারুকার্য মন্ডিত অপরূপ সৃষ্টি,
অন্যের মাঝেও যে তোকে খুঁজে বেড়ায় ,
পড়ে যায় তাদের পায়েও দৃষ্টি।
মাঝে মাঝে তুই হয়ে যাস বিষ,
যতই দূরে যাই মনে রাখবি-
তুই যে আমার আম বাগানের ভালোবাসা,
মগডালে বসে থাকা কোকিলের শিস।
ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩