১.
কল্পনার অম্বরে ফুটেছে ফুল,
পুলকিত হিয়া খেলিছে দোল।
সঙ্গী বিহীন চাঁদটার পাশে-
কখনো সখনো সেও আসে।
২.
আকাশি-বেগুনি-হালকা হলুদ পরী তুমি,
তোমার যৌবন রূপে পূর্ণ আমার মূরুভূমি,
শ্রাবণের এক পশলা বৃষ্টি হয়ে,
সাজাতে চাই তোমার মৌসুমি।
৩.
হারিয়েছি মন,
খুঁজে ফিরি সারাক্ষণ,
অজানা কিছু না পাওয়ায়,
মন আজ ব্যথিত শূন্যতায়।
কথিত রূপ কথার ভুবনে স্বপ্ন বিলাস,
ঘুমন্ত পরীর দূরন্ত চপলতায়,
শিহরিত মন এপাশ ওপাশ ,
হাত বুলিয়ে অধীর অপেক্ষায়!
৪.
তোমার, ''তুমি'' হতে পারিনি বলে,
তুমি, আমার ''আপনি'' রয়ে গেলে!
প্রেমে ''তুমি'' ডাক বেশ কাছের,
আপনিটা চীনের প্রাচীর ঢের।
৫.
প্রখর রোদে ঘাম হয়ে,
তোর শরীর ছুঁতে চাই!
শ্রাবণের বারি ধারায়---
ঘামের সাথে মিশে যেতে চাই।
মেঘের গর্জনে বিজলি হয়ে---
দামিনী বেগে ঝলসিত করতে চাই তোর মন।
বর্ষার ঘনঘটা বৃষ্টি হয়ে----
উপভোগ করতে চাই তোর আলিঙ্গন!
৬.
নীড় ভাঙ্গা পাখি আর স্বপ্ন ভাঙ্গা মন--
দুজনেই খুজে বেড়ায় সুখের ভূবন।
বাঁশি যদি ভেঙ্গে যায় আগের মত বাজেনা--
মন যদি ভেঙ্গে যায় আগের মত সাজেনা।
৭.
মন খারাপের দেশে---
আমি নিঃসঙ্গ পথিক তোমায় ভালবেসে।
রানী বিহীন রাজ্য আমার---
বাবলা পাতার সিংহাসন,
ভাবনার গভীরে চিবায় যখন অমৃত লাগে।
৮.
তোমায় হারিয়েছি তো কি হয়েছে--- পেয়েছি অন্য ভুবন,
পুরো পৃথিবীটাই তো আমার---শুধু একটু অপেক্ষা বাঁকি আলিঙ্গন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮