❂ -লঞ্চ ডুবলে আমরা মরি।
❂ -গার্মেন্টস ধসে আমরা মরি।
❂ -গার্মেন্টসে পুড়ে আমরা মরি।
❂ -ব্রীজের গার্ডার ধসে আমরা মরি।
❂ -পুলিশের গুলিতে আমরা মরি।
❂ -RABএর হাতে আমরা মরি।
❂ -ভোট কেন্দ্রে আমরা মরি।
❂ -রোড এক্সিডেন্টে আমরা মরি।
❂ -অভাব কষ্টে আমরা মরি।
❖ সব কিছুতেই আমরাই এই সস্তা দামের মানুষ গুলোই মরি। দামী মন্ত্রী-এমপিরা আমাদেরকে মানুষই মনে করেনা।
❖ তাদের কাছে আমরা -মাল।
আল্লাহর মাল আল্লাহয় নিয়ে গেছে, তাই শোক প্রকাশ করে একটি বিবৃতি দিলেই তাদের দায়িত্ব শেষ।
❖ চারিদিকে আমরাই মরছি। কিন্তু যাদের কারণে মরছি, যাদের অবহেলায় মরছি তাদের কোনো বিচার হয়না।
❖ তারা আমাদের লাশের উপর যুগ যুগ ধরে বেঁচে থাকে। আর আমরা এই হতভাগারা আমাদের পঁচা লাশটাও খুঁজে পাইনা কবর দেওয়ার জন্য।
সুত্রঃ অনলাইন বাংলা লাইব্রেরী ।। Bangla Library