পৃথিবীতে এসেছি দু চোখ ভরে দেখবার জন্য, কিন্তু
যেই চোখ নিয়ে আমি এসেছি সাথে-
সেই চোখে আমি অন্ধকার দেখি নি।
পৃথিবীর পথ হাঁটতে হাঁটতে ঝরে গেছে পা। পথ তবু
চেনা হলো না!
দেবদারু বনে খুঁজতে গেছি রাত্রি
বুনোফুলের গন্ধে মিশে গেছে সন্ধ্যার ছায়া।
আলো জ্বেলে অন্ধকার দেখতে পারি নি বলে
আমি ছিলাম অন্ধ; কান পেতে আমি খুঁজতে গেছি শব্দ! সেই
শব্দে ফাটল ধরিয়েও বের হয়ে এসেছে দীর্ঘশ্বাস।
আলাদা করতে পারি নি কান্না ও সুরের। সমুদ্র ও ঢেউয়ের।
আমরা আমাদের অনেক ব্যাকুলতার কথা বলি,
ব্যাকুল হতে হয়তো আমাদেরও ভালো লাগে,
কিন্তু আমরা জানি না- পাখিদের চোখ দিয়ে
পাখিরা স্বপ্ন দেখতে পারে না বলে কখনো কখনো
পাখিরাও আত্মহত্যা করে।
পথ হাঁটতে হাঁটতে আমি অসংখ্য বুক ভাঙা কংকাল, আর
অভিমানী পাখিদের সাদা ডানা পড়ে থাকতে দেখি।