পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কত?
প্রায় সঠিক উত্তরটি হল, ৪২০০ ।
পৃথিবীর মোট ঈশ্বর কত জন?
প্রায় সঠিক উত্তরটি হল এক জন।
এই হিসেব মতে একটি ধর্ম সঠিক, বাকী ৪১৯৯ টি ধর্মই ভুল। এখন প্রশ্ন উঠতে পারে কোন ধর্মটি সঠিক? এই ক্ষেত্রে উত্তর হবে ৪২০০ রকম। আপন আপন ধর্মের ঢাক সবাই বাজাবে। কিন্তু আপনি যদি মূলে আসেন, তাহলে একটি ধর্মকেই সত্য মানতে হবে । কিন্তু সেই আসল ধর্ম আসলে কোনটি সেটা নির্ধারণ করাই সমস্যা।
মুসলমানের ছেলেকে মুসলমানই হতে হবে, হিন্দুর ছেলেকে হিন্দু। ধর্ম যেন অনেকটা পৈত্রিক সম্পত্তির মত , বংশানুক্রমে একের পর অন্য আরেক ভোগ করবে। কখনই কেউ প্রশ্ন তুলতে পারবে না , কিংবা জানতে চাইতে পারবে না যে সে যাকে সৃষ্টিকর্তা মানছে তিনিই কি আসল। সে জানতে চাইতে পারবে না তার পালনকৃত ধর্মটা কতটুকু সত্য। কেউ যদি ভুল করে জেনে ফেলতে চায়, তাহলেই হৈ হৈ করে সবাই তাকে থামাতে ছুটে যায়।
এখন আপনি বলতেই পারেন, যার যার কাছে তার ধর্মটাই সত্য। এটাও একটা উত্তর, কিন্তু সেটা কতটুকু মিথ্যে তা আপনিই বেশী ভালো জানেন। সত্যের কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয় নেই। সত্য এক এবং অদ্বিতীয়। তাই ধর্ম একটাই সত্য। বাকী সবগুলোই মিথ্যে। আর মিথ্যে একটা জিনিসকে আকড়ে ধরে রাখলে সেটা শুধু মানুষকে নিচের দিকেই নিয়ে যায়। তাই এইসব মিথ্যেগুলো অপসারিত হওয়া প্রয়োজন। সত্য ধর্মকে চিহ্নিত করে সেটাকেই লালন করুক সবাই। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে?