হিমুরে...।
মাজেদা খালা আমাকে দেখেই হাহাকার করে উঠলেন। নির্বাচনে ভরাডুবির পর আমাদের রাজনীতিবিদেরা যেরকম হাহাকার করে উঠেন তার হাহাকারের সুর অনেকটা সেরকম।
-আমার তো সর্বনাশ হয়ে গেছে।
মাজেদা খালা যখন এরকম হাহাকার টাইপ সর্বনাশের কথা বলেন তখন বুঝতে হবে ঘটনা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তারপরও আমি তীব্র আগ্রহ দেখিয়ে জিজ্ঞেস করলাম,
-কি হয়েছে? একটু ঝেড়ে কাশো।
-বাদল তো একটা ডাইনী নিয়ে এসেছে, এত শখ
করে ছেলের বিয়ে দিলাম,
কিন্তু এখন কপাল চাপড়াচ্ছি। বউয়ের অত্যাচারে জীবন অতিষ্ঠ।
-খালা , তুমি সিরিয়াল দেখো না?
-দেখি তো , স্টার জলসা আর জি বাংলার গুলো।
-ওখান থেকে শিখো, কিভাবে ছেলের বউকে টাইট দিতে হয়।
-কাজ হয়নাই , কোন কিছু দিয়েই পারছিনা।
-তাহলে মেয়েও নিশ্চয়ই সিরিয়াল দেখে, হিন্দি দেখে না বাংলা?
-মেয়ে তো হিন্দী সিরিয়াল দেখে । এই নিয়েও ঝামেলা হয়েছে।
-আসল সমস্যা এখানেই,
হিন্দীর কাছে বাংলার এই পরাজয় বরদাশত করা যায়না। তুমি এক কাজ করো ডিশ লাইন ঘ্যাচাং করে কেটে দাও।
আমার প্রস্তাব মনে হয়
মাজেদা খালার মনঃপূত হলো। তার চোখে আমি খুশীর ঝিলিক দেখতে পেলাম।
খালাকে বিপদ থেকে উদ্ধার করে আমি রাস্তায় বের হলাম। সিরিয়ালগুলো সিরিয়াল কিলার হয়ে এদেশের তাবৎ নারী জাতিকে মানসিকভাবে খুন করে ফেলছে এটাই দুঃখের বিষয়।
কবিগুরু এরশাদ এই জন্যই কবিতয় বলেছিলেন,
'এইখানে তোর দাদীর প্রিয়
সিরিয়াল ,
স্টার প্লাস চ্যানেলে।
তিরিশ বছর দেখে ভাসিয়েছে বুক,
দুই নয়নের জলে ।'