ব্রাজিলের
খেলা উপলক্ষ্যে হাসিনা,
খালেদা এবং রওশন
এরশাদ তিন জনই
নফল রোজা রেখেছেন। কারণ তারা তিন জনই ব্রাজিলের হার্ডকোর সমর্থক। এবং তারা এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে, এ ছাড়া আর কোন গতি নেই। তারা তিনজন তিনটি জিনিস চেয়েছেন এই নফল রোজার বিনিময়ে। তাদের চাওয়াগুলো অদ্ভূত হলেও , চাওয়াগুলো সময়োপযোগী।
কি চেয়েছেন , এই তিনজন?
শেখ হাসিনার চাওয়া হলো, রেফারী তিনজন যাতে অতীতের মতো এবারও ব্রাজিলের
পক্ষে থাকে। রেফারী থাকলে জয় কে আটকায়। উনি যে কোন পন্থায় ব্রাজিলের জয় চান।
রওশন এরশাদের চাওয়া হলো , ব্রাজিল হারলেও যেনো সম্মাণজনকভাবে হারে। একটু ভালো খেলে হারে।
আর খালেদা জিয়ার
চাওয়া হলো, চিলির
খেলোয়াররা যেনো খারাপ
খেলে , দুই তিনজনের
ইনজুরি হলে মন্দ হয়
না। ব্রাজিল টিম এর অবস্থা দেখে তিনি তাদের উপর ভরসা করতে পারছেন না। তাই তার একমাত্র চাওয়া হলো চিলি দলের খারাপ খেলা।
এই অদ্ভূত ইচ্ছেগুলো পূর্ণ হবে তো?