হাইড করতে যা করতে হবেঃ
১) প্রথমে start এ click করে run এ যান ।
২) cmd লিখে enter press করুন । ‘Windows Command Prompt’ খুলবে ।
৩) Windows Command Prompt এ diskpart লিখে enter press করুন ।
৪) list volume লিখে enter প্রেস করুন । drive & volume number দেখা যাবে।
৫) যে drive টি হাইড করবেন তার volume number select করতে হবে ।
৬) তারপর যে drive টি হাইড করব remove letter লিখে সেই drive টির drive letter লিখেতে হবে। Example : F ড্রাইভ টি হাইড করার জন্য লিখতে হবে remove letter F
৭) Windows Restart দিলে ড্রাইভ টি হাইড হয়ে যাবে।
Unhide করতে যা করতে হবেঃ
*পূর্বে উল্লেখিত ধাপ ১ – ৪ অনুসরণ করুনঃ
১) এখন যে drive টি unhide করতে হবে তার volume number সীলেক্ট করতে হবে। সেজন্য লিখতে হবেঃ select volume number 1 . ( ধরি F নামের ড্রাইভটি unhide করতে হবে যার volume number 1 তাই volume number 1 লিখা হয়েছে।) * volume number অন্য কিছু হলে সেটা লিখতে হবে ।
২) তারপর যেই ড্রাইভটি unhide করতে হবে assign letter লিখে ড্রাইভটির drive letter
৩) এরপর windows restart দিলে আবার ড্রাইভটি দেখা যাবে ।
post টি ভালো লাগলে comment/like korun
more tips in next post
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৬