গভীর রাতের এই নিস্তব্দতায় , আমি এক রাত জাগা পাখি।
সৃতি গুলো বার বার হানা দায় মনের গভিরে।
সেই সব সৃতি যা ছিল আমার ভুল।
কিনবা সবচেয়ে মধুর, হইতবা বেদনার।
বার বার ভুলতে চাই , ভুলে থাকতে চাই
তবুও মনের গভিরে হানা দেয় সায় সব সৃতি।
নতুন করে শুরু করতে চাই সব । নতুন আশা।
কে জানত এই নতুন সূচনা , হয়ে উঠবে আরেক কষ্টের সৃতি। এটাই হইত আমার জিবন।আমার বেঁচে থাকা।
তাই ত আমি রাত জাগা পাখি ।বসে আসি এই রাতের নিস্তন্দতায়।
কিছু পুরনো, কিছু বা নতুন সৃতি নিয়ে।
আমি হতে চাই নাহ এই রাত জাগা পাখি ,চাইনা সেই পুরনো সৃতি কিনবা নতুন কিছু।
তবুও আমি রাত জাগা পাখি, তবুও এই বেঁচে থাকা।