তাহারা নতুন বই পেয়ে খুশি।
২০০১ সালে আমি ক্লাশ ওয়ান এ ভর্তি হই। এবং ২০০৫ সালে ক্লাস ফাইভে ভর্তি হই। তখন বিএনপি সরকার ছিলো। বছরের শুরুতে তারা পাঠ্য বই দিতে পারে নাই। ফেব্রুয়ারী ১৫ তারিখের দিকে বই দিতো। তাই কিছু পুরান বই আর কিছু নতুন বই দিতো।
২০০৬ সালে সিক্সে ওঠি। তখন বিএনপি সরকার চলে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসবে আসবে এমন ভাব। তখন আমাদের বোর্ডের বই ক্রয় করে পড়েছি। কারন সে সময় বিনামূল্যে পাঠ্যবই ক্লাশ ওয়ান থেকে সিক্স পযর্ন্ত দিতো।
২০০৯ সাল আওয়ামীলীগ দল সরকার গঠন করে। ২০১০ সাল থেকে ক্লাশ ওয়ান থেকে ক্লাশ টেন পযর্ন্ত বিনামূল্যে সকল ছাত্র ছাত্রীদের বই বিতরন শুরু করে। তাও সব নতুন বই।
তখন মনে মনে খুব আফসোস করেছি। তখন বলেছি আওয়ামীলীগ যদি ২০০৭ সালেই সরকার গঠন করতো তাহলে আমিও ক্লাস সিক্স থেকে বিনামূল্যে নতুন বই পেতাম।
আমি তেমন ভালো ছাত্র ছিলাম না। কোন প্রশ্নের উত্তর মুখস্ত করতে ২ থেকে ৩ ঘন্টা লাগতো। বাংলা বারো মাসের নাম, ইংরেজি ১২ মাসের নাম। ৭ টি দিনের নাম ইংরেজি ও বাংলায় মুখস্ত করতে আমার ৬ মাস লেগেছিলো। তারপরেও ফ্রেবুয়ারি মাসে আমরা যখন বই পেতাম, তখন সারা রাত্রি পড়তাম। নতুন বই আর নতুন টাকার নোট। দুই জিনিস এর ঘ্রাণ খুব সুন্দর।
হ্যাপি নিউ ইয়ার।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০