সর্তকর্তা: আমি কারো প্রতি ঘৃণা প্রদর্শন করছি না। আমার এই লেখায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
ট্রান্সজেন্ডার কি? মানে রুপান্তরিত লিঙ্গ। আমরা সাধারন লোক ট্রান্সজেন্ডার বলতে যা বুঝি, তা হচ্ছে, কোন ছেলে যদি অপারেশন করে মেয়ে হয়, বা কোন মেয়ে অপারেশন করে যদি ছেলে হয় তাদের ট্রান্সজেন্ডার বলে।
ট্রান্সজেন্ডার কি হিজলা? আমি ডাক্তার না। তাই জানি না। তবে হিজলা হচ্ছে যারা যৌন প্রতিবন্ধী। তাদের কে আমি ব্যাক্তিগত ভাবে হিজলা বলি।
আমার দৃষ্টিতে ট্রান্সজেন্ডার: ট্রান্সজেন্ডার আসলে একটি খারাপ জিনিস। আমার দৃষ্টিতে এটা খারাপ। আমি কোন ধর্মীয় দৃষ্টকোন থেকে এটা বলিছি না। ট্রান্সজেন্ডার প্রাকৃতিক ভাবে একটি জখন্য কাজ মনে করি। কারন প্রকৃতি আপনাকে ছেলে বানিয়ে জন্ম দিয়েছেন। আপনি কৃত্রিম ভাবে নারী হতে যাবেন কেন? ছেলে হয়ে পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব নিতে ভয় লাগে নাকি? আমার তো তাই মনে হয়।
এখন হয়তো বলতে পারেন “আমি তো ছেলে। আমি নিজেকে মেয়ে বলে অনুভূতি হয় কেন?” ভাই আপনি ডাক্তার দেখান। আমি মনে করি এসব মানষিক অসুস্থতা। মনের ভেতর অপরাধ প্রবনতা, সাইকোপ্যাথ ইত্যাদি যেমন মানষিক বেরাম, ট্রান্সজেন্ডার হওয়টাও মানষিক বেরাম।
ট্রান্সজেন্ডার হয়ে লিঙ্গ রুপান্তর হবার পর আনেকে আসফোস করেছে। তাদের মধ্যে অনেকে বলে “আমি আগের লিঙ্গেই ভালো ছিলাম। লিঙ্গান্তর হয়ে ভুল করেছি।” ট্রান্সজেন্ডার এর মাধ্যমে যারা লিঙ্গন্তর হয়েছেন তাদের শারিরীক অনেক অসুবিধা হয়। ট্রান্সজেন্ডার হলে কোন ক্ষতি আছে কি? ট্রান্সজেন্ডার এর মধ্যে কয়জন অনুভব করেন যে আমি আগের জেন্ডারে ভালো ছিলাম। এসব নিয়ে গবেষণা করা দরকার। পরিসংখ্যান করা দরকার। এই পরিসংখ্যান WHO, BBC, আলজেজিরায়া যে কেউ করতে পারে। এই পরিসংখ্যান যদি পেতাম তাহলে নাম্বার দিয়ে বুঝাতে পারতাম, ট্রান্সজেন্ডার ভালো নাকি খারাপ।
আমি পুরুষ। যৌন মিলন করার জন্য, আমি প্রাকৃতি মেয়ে চাই। কৃত্রিক মেয়ে চাই না, যে ট্রান্সজেন্ডার এর মাধ্যেমে মেয়ে হয়েছে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬