একটি সিনেমা দেখেছিলাম। সেখানে নায়ক একজন সৎ পুলিশ অফিসার। কোন ঘুস খায় নাঅ অন্যায় এর বিরুদ্ধে সবর্দা আপোশহীন। আর ভিলেন হচ্ছে শয়তান। গাজা, হেরোইন, আফিম ব্যাবসায়ী। একদিন ভিলেন পুলিশ অফিসার কে ঘুস দেবার জন্য বাড়িতে যায়। নায়ক ভিলেনকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়।
একদিন ভিলেন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে হাসপাতাল এ নিয়ে গিয়ে পরীক্ষা করে জানা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে। আনুমানিক ছয় মাস বাচবে। এটা শুনে সে হতাশ হয়ে যায়। আর মনে মেন ভাবে, আমার এতটাকা আমাকে সুস্থ করতে পারলো না। পরে সে টাকা গুলো আস্তে আস্তে গরিব, দুঃখী দের দান করতে থাকে। সে এতিমখানায় ভালো ভালো খাওয়াতো। বলতে পারেন ভিলেন ভালো মানুষ হয়ে যায়।
অন্যদিকে নায়কের ছোট মেয়ে এর ব্রেন টিউমার হয়েছে। তাকে অপারেশন করতে প্রচুর টাকা লাগবে। টাকার অভাবে অপারেশন করতে না পেরে; হতাশায়, গাজ্ঞা বিক্রি করা শুরু করে।
শেষে মনে হয় ভিলেন, তার সব জমানোর টাকা নয়ক কে দিয়ে দেয়। আর সে নিজে গুলি খেয়ে মারা যায়।
আসলে মানুষ সম্পদ এর পাহার করতে চায়। সম্পদ টাকা দিয়ে ক্রয় করা যায়। যার কারনে আপাদত দৃষ্টিতে মনে হয় মানুষ টাকার পিছনে ঘুরে। মূলত মানুষ সম্পদ বাড়ানোর চেষ্টা করে। মানুষ একটি নিরাপদ জীবন চায়। যাতে নায়ক এর মত দুঃচিন্তা থাকবে না। নায়ক তো মেয়ের অপারেশন এর টাকা সংগ্রহ নিয়ে প্রচুর দুঃচিন্তায় পড়ে গিয়েছিলো।
তাই সম্পদ অর্জন করতে হয়। টাকা কামানো যায়। সম্পদ কামানো যায় না। সম্পদ অর্জন করেত হয়। বুঝে শুনে সম্পদ ব্যায় করতে হয়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১১