আপনি ধার্মিক হউন বা অধার্মিক হউক। আস্তিক হউন বা নাস্তিক হউন। আপনি মুসলিম হউন বা হিন্দু হউন, তাতে কিছু যায় আসে না। যেহেতু জন্ম গ্রহন করেছেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহন করিতে হবে। মৃত্যুকে আপনি কোন ভাবেই অস্বীকার করেতে পারবেন না। আমেরিকান রাষ্ট্রপতি হলেও আপনাকে মরতে হবে, গুলিস্থানের ভিক্ষুক হলেও আপনাকে মরতে হবে। সারাদিন সৃষ্টিকর্তার নাম নিলেও আপনাকে মরতে হবে; সৃষ্টিকর্তা কে অস্বীকার করলেও আপনাকে মরতে হবে। টোটাল কথা আপনাকে মরতে হবেই।
এখন আসল কথায় আসি। আমাদের দেশের লোকেরা রাস্তার জন্য জমি ছাড়তে চায় না। কোন মতে একজন যাওয়া আসা করতে পারে এমন ভাবে রাস্তা ছাড়ে। এই গলির দিকে লক্ষ্য করুন। দুইজন পাশাপাশি আসা যাওয়া কষ্টকর হয়ে যাবে। ভিতর বাড়ির কেউ মারা গেলে তার লাশ আনাটা কষ্টকর হয়ে যাবে।
তাই বলছি। মরতে যেহেতু আপনাকে হবেই সেহেতু আপনি এমন ভাবে রাস্তা ছাড়ের যাতে লাশের খাটিয়া দিয়ে আপনার লাশটি সহজে গোরস্থান নেওয়া যায়।
কল্পনা করুন। একজনের মৃত্যু হয়েছে। লাশটি এই গলি দিয়ে বাহির করছে একদল মানুষ। কল্পনা করলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তাই রাস্তার জন্য জায়গা ছাড়ুন। কবরস্থান, রাস্তা, স্কুল কলেজ, মাদ্রাসা এর জন্য জায়গা দান করুন। মরলে ধন সম্পত্তি কবরে যাবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮