বাঙালির একটি বড় স্বপ্ন পূর্ণতা পাচ্ছে আজ~
আমাদের ভবেরচর বাস স্ট্যান্ড (গজারিয়া, মুন্সীগজ্ঞ) থেকে জামালদী বাস স্ট্যান্ড পযর্ন্ত প্রায় পৌনে সাত কিমি। জামালদী বাস স্ট্যান্ড এর সাথেই মেঘনা ব্রীজ। এই ভবেরচর এবং জামালদীর মধ্যে প্রায় ছয়টি বাস স্ট্যান্ড আছে। আর পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় ৬.২৫ কিলো মিটার। যা আমাদের ভবেরচর বাস স্ট্যান্ড থেকে জামালদী বাস স্ট্যান্ড এর সমান।
আজ ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনকে স্মরণীয় করে রাখতে অনেকে বিয়ে করছেন। কিছু দিন আগে দুটি পরিবারে তিনটি করে জন্মগ্রহণ করে। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা, সেতু। প্রধানমন্ত্রী তাদের গিফট পাঠান।
বাংলাদেশের প্রযুক্তি জ্ঞান ও যান্ত্রিক সামর্থ্য দিয়ে খরস্রোতা ও গভীর পদ্মা নদীতে এমন একটি ব্রীজ দাঁড় করানো মুখের কথা না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী লোক। তাই তিনি পদ্মা সেতু বানিয়ে দেখিয়ে দিতে পেরেছেন।
আপনার আমার ট্যাক্সের টাকায় এই পদ্মা সেতু তৈরি হয়েছে। সুতরাং এর কোন ক্ষতি মানেই আমাদের ক্ষতি। তাই দোয়া করবেন যাতে পদ্মা সেতুর কোনও ক্ষতি না হয়।
দক্ষিণাঞ্চলের ১৯ জেলা তথা বাংলাদেশের মানুষের আজ আনন্দের দিন। আগামীকাল থেকে হয়তো পদ্মা সেতু দিয়েই সবাই যাতায়াত করবে। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য।
ছবি: সংগ্রহিত।
তথ্যসূত্র: উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:১৯