একদিন গণিত কোচিংয়ের সময় এক বান্ধবী আমাদের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করছিল। সে বলছিল, “একদিন কাউছার নামের এক ছেলে আমাকে ডাকে। আমিও স্বাভাবিকভাবেই তার ডাকে সাড়া দিই। কিছুক্ষণ গল্প করে ফিরে আসি। কিন্তু পরে দেখি, কাউছার বিষয়টাকে যেন অন্যভাবে নিয়েছে! আমি যে তার ডাকে সাড়া দিয়েছি, এটাকে সে বিশাল এক ঘটনা হিসেবে দেখছে, যেন আমি তাকে বিশেষ কোনো গুরুত্ব দিয়েছি। অথচ আমি কেবল বন্ধুত্বের জায়গা থেকেই তার সঙ্গে কথা বলেছি।”
এই ঘটনার কথা শুনে আমি নিজের একটি অভিজ্ঞতার কথা মনে পড়ল।
বেশ কিছুদিন ধরে ফেসবুকে আমার এক পুরোনো ক্লাসমেটের সঙ্গে কথা হচ্ছিল। আমরা অনার্সে পড়তাম, তবে সে ছিল অন্য ডিপার্টমেন্টের। আমাদের পরিচয় হয়েছিল মাত্র তিন মাস আগে, সেটাও ফেসবুকে এক পোস্টে কমেন্ট করতে গিয়ে। ধীরে ধীরে আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে।
আমরা নিয়মিত চ্যাট করতাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। কিন্তু একদিন সে আচমকাই ধরে নিল, আমি নাকি তাকে পছন্দ করি! অথচ আমার দৃষ্টিতে আমাদের আলাপচারিতা ছিল একদমই বন্ধুত্বপূর্ণ। সে কেন এমন ভাবল, সেটাই আমি বুঝতে পারলাম না।
এখন এই দুই ঘটনার মধ্যে মিল কোথায়, আমি নিজেও জানি না। তবে একটা জিনিস বুঝলাম—অনেক সময় সাধারণ সৌজন্যতাকেও কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করে নেয়!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৭