এই লেখার আগের ব্লগ।
আসলে ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে আমার কাছ থেকে টাকা নিয়ে নিজের হেফাজতে রাখবে। আমার যখন চাহিদা বা আমার চাহিবার মাত্র আমাকে টাকা দিতে বাধ্য থাকিবে। বর্তমানে আধুনিক বিশ্বায়ন এর যুগে ব্যাংকের কাজ ব্যাপক। ব্যাংক শুধু আমার টাকা নিরাপদে রাখে তা নয়, তিনি আমার টাকা আমার কথা মত আরেকজন কে পরিশোধ করে। যেমন মনে করেন: আমি শফিক ভাই এর কাছে থেকে ২০ হাজার টাকার মাল কিনলাম। টাকা যেহেতু আমার ব্যাংকে আছে সেহেতু আমি তো টাকা নিয়ে ঘুরবো না। তাই আমি শফিক ভাই কে নগদ টাকা না দিয়ে চেক দিলাম। ব্যাংকে সেই চেক বুঝিয়া আমার বিল শফিক ভাই কে দিলো।
ব্যাংক আমাদের টাকা পরিবহনে সাহায্য করে। মনে করেন আমি আমার ব্যাবসার কাজে ঢাকা থেকে কিশোরগঞ্জ গেলাম। টাকা কালেকসান করতে করতে ২টা বাজে। বাড়িতে যেতে যেতে রাত ১২ টা বাজবে। এতগুলো টাকা, ডাকাতির ভয়। আমি বুদ্ধি করে সোনালী ব্যাংকের নিকস্ট শাখা থেকে আমার টাকা জমা করে দিলাম। পরে সময় মত আমি গিয়ে টাকা তুলে নিলাম। বলা ভালো যে আমার সোনালী ব্যাংকে একটি একাউন্ট আছে। আমি তাদের সার্ভিসে ৯৯% সন্তুষ্ট।
ব্যাংক টাকা পাঠাতে ও টাকা রিসিভ করতে সাহায্য করে। মনে করেন আমি আমার বন্ধুকে টাকা পাঠাবো, যে এখন কক্সবাজার গিয়ে বিপদে পড়ছে। আমি ব্যাংকে গেলাম। তার একাউন্ট এ টাকা জমা দিলাম। সে এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিলো।
ব্যাংকে অনলাইন হওযা তে বেশ উপকার হয়েছে। এটিএম কার্ড, নগদ জমা ও উত্তোলন, কক্সবাজার থেকে লালমনিরহাট এ তাৎক্ষণিক টাকা পাঠানো যায় ইত্যাদির কারনে ব্যাবসায়ীদের বেশ উপকার হয়েছে।
যারা ঋণ খেলাপী তাদের বন্ধকী সম্পদগুলো নিলামে তুলতে হবে। পরে সেই বিক্রির টাকা দিয়ে গ্রাহকের আনামত নিরাপদে রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪২