সরকারি যে অফিসে যাই না কেন, সহজে সেবা পাওয়া যায় না। অনেকদিন আগে আমি শ্বাসকষ্ট নিয়ে সরকারি মেডিকেলে যাই। আমার অবস্থা এতটাই খারাপ ছিলো যে আমার ভর্তি হবার দরকার ছিলো। জরুরী বিভাগে গেলাম। তারা বললো আগে আউটডোর ডাক্তার এর কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসেন। তারপর ৫ টাকা দিয়ে টিকেট কেটে দেখি, ঐ ডাক্তারের এখানে রোগীর বড় সিরিয়াল। রোগীরা লাইন ধরে দাড়িয়ে আছে। আমার লাইনে দাড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিলো। আমার খারাপ অবস্থা থেকে আমার আগে দাড়িয়ে থাকা রোগীদের মায়া হলো। এবং আমাকে আগে যেতে দেয়। এই কাজ কমপ্লিট করতে আমার আধা ঘন্টা সময় লাগে। অতছ জরুরী বিভাগে বসে থাকা স্টাফই পারতেন ৫ মিনিটে এই কাজ কমপ্লিট করতে। এবং ইমারজেন্সি রুমে একজন এমবিবিএস ডাক্তার বসে থাকা কথা ছিলো। হয়তো মিটিং এ ছিলো বা অন্য কোন কাজে ছিলো। তাই তখন ইমারজেন্সি রুমে কোন ডাক্তার ছিলো না। এই যে কোন রোগী খুব ইমারজেন্সি, তাকে ভর্তি করতে হবে এবং কোন রোগী কে সাধারন সেবা করতে হবে এটা সরকারি হাসপাতালে দেখি নাই। কিন্তু প্রাইভেট হাসপাতালে এই পরিস্থিতি তে পড়তে হয় নি। বেসরকারি হাসপাতালে রোগীদের বসার সুন্দর স্থান আছে। ইমারজেন্সি রুমে ডাক্তার আছে। এখন মেধাবীরা চাকরি পেলে কি সরকারি হাসপাতাল এর বেহাল দশা ঠিক করত পারবে?
বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় রাস্তায় বিরাট বড় বড় গর্ত। রাস্তা সংস্কারের কয়েক দিন পরেই রাস্তা ভেঙ্গে যায়। মেধাবী ইজ্ঞিনিয়ার দ্বারা সেই রাস্তা সংস্কার করলে কি সেই রাস্তা ১০০ বছর টিকবে?
মেধাবীরা রেলে চাকরি পেলে সিডিউল বিপযর্য় রোধ, ট্রেনের টিকেটের কালোবাজারি রোধ, লোকসান দূর হয়ে লাভের আশা করা যায় কি?
মেধাবী রাস্তায় ট্রফিক পুলিশ হিসেবে কাজ করলে রাস্তায় জ্যাম দূর হবে কি? মাদক, খুন, চাদাবাজ এগুলো বন্ধ হবে কি?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯