আমাদের দেশের আরেকটি বাস্তবতা হচ্ছে ঘুস। মনে করেন একজন গরিব ঘরের সন্তান। মনে করেন বাপ কৃষক। বা রাজমিস্ত্রী। সে বিসিএস দেয় একটি কারনে। সেটা হচ্ছে ঘুস। এই চাষার বাচ্চা নিয়্যতই করে আমি আমি ভূমি অফিসের এসি ল্যান্ড বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, পুলিশ সুপার হতে পারি তাহলে ১ বছরের মধ্যে ঢাকার ধানমন্ডী, নিউ মার্কেট, আজিমপুরের মত এলাকায় ফ্ল্যাট কিনতে পারমু।
গতকাল বিসিএস এর প্রিলি পরীক্ষা গেলো। সেখানে এক ছেলে সময় মত পরীক্ষার হলে প্রবেশ করতে পারে নাই। এটাই নাকি তার শেষ বিসিএস পরীক্ষা। সময় টিভি এইটা নিয়ে খবর প্রকাশ করেছে। এখন এই ছেলেটি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না পারায়, সে কি কান্না? সে ঘুস খেতে পারলো না, ঘুস খেয়ে সম্পদ তৈরি করতে পারলো না, সুন্দরী বউ পেলো না ইত্যাদি, না পাওয়ার বেদনায় তার বুক ফেটে যাচ্ছিলো।
আমি এই জিনিস গুলো নেগেটিভ ভাবে নিবো। কারন বাংলাদেশের মানুষ সবাই ধান্দাবাজ। ফকির থেকে বড়লোক, সবাই ধান্দাবাজ। কেউ ভালো মানুষ না। ভালো ছেলেরা এই দেশে টিকতে পারে না। ভালো ছেলোরা বিদেশ চলে যাবে, না হলে দেশে থেকে পাগল হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৫