ফেসবুকের এই ভিডিওটি আগে দেখুন। উনার কর্মকান্ড দেখে মনে হচ্ছে যে এখানে সার্কাস চলছে। নতুন কারিকলামে পরীক্ষা ব্যাবস্থা বাদ দিয়ে দিয়েছে। এখন আমি কতটুকু শিখেছে যেটা যাচাই করবেন কি দিয়ে? আগে তো পরীক্ষাতে নম্বর এর মাধ্যমে যাচাই করা যেতো যে আমরা কতটুকু শিখেছি। এখন পরীক্ষা ও নাম্বার ছাড়া কিভাবে যাচাই করবেন যে আপনি কতটুকু শিখেছেন।
আর এখন এগুলো কি শিখানো হচ্ছে? নাচানাচি? এই নাচ করে কি সে সার্কাসে যোগ দিবে? নাকি কোন থিয়েটারে গিয়ে নিজের টেলেন্ড দেখাবে? কর্মমুখী শিক্ষা দিতে চাইলে কৃষি কাজ শিখান। গাড়ি কিভাবে মেরামত করে সেটা শিখান। কিভাবে বাড়ি বানায়, কিভাবে বেসিন ফিট করে, কিভাবে লাইট, ফ্যান লাগায় ওগুলো শিখান। এই নাচানাচি করে শুধু টিকটক করা যায়। হুমায়ুন আহম্মেদ বা হানিফ সংকেত হওয়া যাবে না।
এত এত পরীক্ষা, এত এত মডেল প্রশ্ন মুখস্ত করার পরেও কোনটা Main Verb আর Auxiliary Verb এগুলো শিখেছি ইন্টারে ইংরেজিতে ফেইল করার পর। এত পরীক্ষা দিয়েও সাধারণ একটি জিনিস আমি জানতাম না। এখন পরীক্ষা ছাড়া বর্তমান ছাত্রদের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করেন।
এখন একজন এসএসসি পাশ করা ছাত্রকে জ্ঞিগাসা করিয়েন `a, an, the' কে কি বলে? Part of speech কত প্রকার? Noun কি Part of speech এর অন্তর্ভক্ত? the paper ........ the table. শূন্যস্থানে কি হবে? বাংলা ১২ মাসের নাম লিখতে দিবেন। ইংরেজিতে ৭ দিনের নাম লিখবে দিবে। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday এগুলো কেউ লিখতে পারবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০১