রাষ্ট্র উৎপত্তি নিয়ে অনেক মতবাদ আছে। তার মধ্যে ঐশী মতবাদ অন্যতম। সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার হলেন এই মতবাদের প্রচারক।
এই মতবাদ খুবই পুরাতন। এই মতবাদ এর বলা হয় বিধাতা বা সৃষ্টিকর্তা রাষ্ট্র সৃষ্টি করেছেন। এবং রাষ্ট্র পরিচালনার জন্য সৃষ্টিকর্তা শাসক নিয়োগ করেছেন। শাসক তাঁর প্রতিনিধি এবং তার কাজের জন্য তিনি সৃষ্টি কর্তার নিটক দায়ী। শাসক যেহেতু সৃষ্টি কর্তার নির্দেশে কাজ করে, সেহেতু তার কথা অমান্য করা মানে সৃষ্টিকর্তার কথা অমান্য করা। মহানবী (সাঃ) যখন মক্কাতে জন্ম গ্রহন করেন তখন আরব কোন সার্বোভৌম রাষ্ট্র ছিলো না। আল্লাহর ইচ্ছায় মক্কা কে রাজধানী করে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। মহানবী ছিলেন সেই রাষ্ট্রের প্রথম সরকার প্রধান।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এই মতবাদ কে বিপদজনক বলে আখ্যায়িত করেছেন। যেহেতু শাসক সৃষ্টিকর্তার নিকট দায়ী তাই তিনি জনগণের নিকট জবাবহিদী করে না। তাই শাসক স্বৈরশাসন সৃষ্টি হয়। নবী (সাঃ) এর মৃত্যুর পর চার খলিফা জনগণের সুবিধা মত রাষ্ট্র পরিচালনা করে। পরে যখন ইয়াজিদ যখন মক্কাতে রাজতন্ত্র শুরু করে তখনই সমস্যা/স্বৈরশাসন শুরু হতে থাকে। এই ইয়াজিদ এর ষড়যন্ত্রে নবী(সাঃ) এর নাতী হাসান এবং হোসেন নিহত হয়।
তথ্য সূত্র:
পৌরনীতি ও নাগরিকতা। নবম দশম শ্রেণি।
Wikipedia.
বিভিন্ন ধর্মগ্রন্থ।
নাহল ইমরোজ
রাষ্ট্রবিজ্ঞান(অনার্স), (মাষ্টার্স)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮