আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করি। আমার আব্বু যখন চুয়াডাঙ্গা চাকরি করিতেন তখন ঢাকা থেকে চুয়াডাঙ্গা ট্রেনে যাতায়াত করিতাম। এখন আমার আব্বু গাইবান্ধতে থাকে, এখনো ঢাকা টু গাইবান্ধা ট্রেনে যাতায়াত করি।
হউক চুয়াডাঙ্গা বা হউক সেটা গাইবন্ধা। ট্রেন থেকে নামার সময় একটি সমস্যা সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে ট্রেন থেকে নামার সময়। এক এক জন যাত্রীর কাছে বিশ ত্রিশটা ব্যাগ থাকে। সেই ব্যাগ নিয়ে তারা গেইট ব্লক করে রাখে। যার দরুন নামতে খুব সম্মখীন হই। গত ০১-১২-২০২১ ইং তারিখে যখন ট্রেন দিয়ে ঢাকা যাই তখন উঠার সময় তো বিড়াম্বনা শিকার হয়েছি। কারন একটা বেডায় ৫ টা ধানের বস্তা ও দুটি চালের ড্রাম নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেছে। ওর জন্য ট্রেনে উঠতে আমাদের সময় লাগছে।
যাই হউক। বিবানবন্দর রেল স্টেশনে যখন আমরা নামলাম। তখন দেখি সেই বেডায় তার মালামাল নামাচ্ছে। কিন্তু সম্পন্ন মাল নামানোর আগেই ট্রেন ছেড়ে দিছে।
আমি সব কিছু ছোট করে লেখার চেষ্টা করি, যাতে আপনার পড়দে পড়তে ধৈর্য না হারান। আর আমি ব্রডব্যান্ড দিয়ে এই ব্লগে প্রবেশ করি। ঐ দিন ট্রেনে বসে এই ব্লগ লেখার চেষ্টা করছিলাম। গ্রমীনফোন সীমের জন্য প্রবেশ করতে পারি নাই। এই সমস্যাটা কি এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৩