গাছ আমাদের পরিবেশের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ ছাড়া পৃথিবী অচল ইত্যাদি ইত্যাদি মুখস্ত কথা আপনারা অনেক শুনেছেন।
আমি ফল খেয়ে বীচি মহাসড়কের পাশে ফেলে দিয়ে এসেছি। গাছ হয়েছে কিনা এটা উপর ওয়ালা জানে।
আমার আব্বু সরকারি চাকরি করে। তাহার সরকারি কোয়ার্টারে একটি লেবু চাড়া লাগাই। এই ২০২১ সালের এপ্লিল, মে, জুন এবং জুলাই মাসে অনেক আম খেয়েছি। এই আমের বীচি থেকে আম গাছ হয়েছে। একটি আম গাছ কে বিশেষ যত্নে বড় করেছি।
এই সরকারি কোয়ার্টারে আমরা আজীবন থাকবো না ঠিক, পরের অফিসার তো ঠিকই আম আর লেবু খেতে পারবে।
আর সরকারি কলোনী তে তিন স্থানে লেবুর বীচি লাগিয়ে ছিলাম। সেখানে অনেক সুন্দর লেবু চাড়া হয়েছে। সেই চাড়া গুলো খুব ছোট। এই চাড়া গুলো একবার বড় হয়ে গেলে আর তেমন চিন্তা নাই।
আনপনারা ও গাছ লাড়ান। ও পরিবেশ বাচান। আপনারা ও আপনাদের স্কুলে, কলেজে, মসজিদের ওঠানে, রাস্তার পাশে গাছ লাগান। Show off বা ফেসবুকে আপলোড করার জন্য হলেও গাছ লাগান।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯