সাংবাদিক : বুকে হাত দিয়া রাখছেন কেন ?
মেসি : বসনিয়ার সাথে খেলার পর থেকে বুকে ব্যাথা বাড়ছে। ভাই, কানর নীচ দিয়া গুল্লি গেছে। আরেকটু হইলেইতো হেরে গেছিলাম। ভাগ্যিস ওরা নিজেদের জালে গোল দিছিল।
সাংবাদিক : আপনি ঐ আত্নঘাতী গোলের কথা বলছেন ?
মেসি : আত্নঘাতী বললে লজ্জা পাই, বলেন উপহার গোল।
সাংবাদিক : আপনার নিজের খেলাতো আজ ভাল হয়নি!
মেসি : আমি বল নিয়া যখনই একটু কারিশমা দেখাতে ছুটলাম তখনি বসনিয়ার প্লেয়াররা খাম্বার মতো সামনে দাড়ায় আর বল কেড়ে নেয়। আমারে একটু সুযোগ না দিলে আমি খেলব কিভাবে ?
সাংবাদিক : আপনি ঐ গোলটা দেয়ার পর জার্সি ধরে কি বলতেছিলেন ?
মেসি : বলছিলাম-সব দোষ জার্সির। আমরা যদি ব্রাজিলের মতো জার্সি পরতাম তাহলে উপহার (আত্নঘাতী) গোলের উছিলায় জিততে হতোনা।
সাংবাদিক : অনেকেই আপনাকে ম্যারাডোনার সাথে তুলনা করে, আপনি কি মনে করেন?
মেসি : বিয়ের আগে সন্তান জন্ম দেয়া ছাড়া আর কোন বিষয়ে আমাদের মিল নেই। যেমন ধরেন-আমি হাত দিয়া গোল দেই না,
আমি এখনো মাদক ধরতে পারি নাই, আমি আপনাদের মানে সাংবাদিক দেরকে বন্দুক হাতে ভয় দেখাই না।
সাংবাদিক : এবারের বিশ্বকাপ জেতার ব্যাপারে আপনি কি আশাবাদী ?
মেসি : ভাইরে, প্রতি খেলায়তো আর আত্নঘাতী গোল হবে না, আর আপনারা আমাকে নিয়ে যতই বাড়াবাড়ি করেন আমি আমার নিজেরেতো ভালই চিনি। আমি আকাশ কুসুম কল্পনা করে ঘুম নষ্ট করতে চাই না।।।