সেদিন বাস থেকে নেমে দেখি মানিব্যাগ নেই। পিক পকেট হয়েছে। অবশ্য মানিব্যাগে তেমন কিছু ছিল না। ২০০ টাকা আর মায়ের কাছে লেখা একটা চিঠি যাতে লেখা ছিল 'মা, আমার চাকরিটা চলে গেছে, সামনের মাসে টাকা পাঠাতে পারবো না।' চিঠিটি পোস্ট করতে মন সায় দিচ্ছিল না তাই পকেটেই পরে ছিল।
পকেটের ২০০ টাকা তেমন বড় অ্যামাউন্ট না, তবে এ মুহুর্তে সেটা ছিল আমার কাছে ২০০০ টাকার সমান।।।
ঠিক ৩ দিন পর মায়ের চিঠি পেলাম। ভাবলাম মা টাকা চাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে।। কিন্তু চিঠির কথা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম।
চিঠিতে লেখা ছিল " বাবা, তোর পাঠানো ১০০০ টাকা ঠিকমত পেয়েছি। দোয়া করি বাবা আরো অনেক বড় হ।
বুঝলাম না এটা কি হলো।।
তার ২ দিন পর আরেকটা চিঠি পেলাম। হাতের লেখা খুবই অস্পষ্ট।
চিঠিটাতে লেখা ছিল -" ভাই, তোর ২০০ আর আমার ৮০০ মিলাইয়া আম্মারে ১০০০ ট্যাকা পাঠাইয়া দিছি। তুই চিন্তা করিসনা। আবার চাকরি পাবি।
আর একটা কথা, মা তো সবার একই। শুধু শুধু মা না খাইয়া থাকবো ক্যান?? মা রে দেইখা রাখিস।
ইতি- তোর পকেটমার ভাই।।
.
.
আসলে মানুষ যত খারাপ কাজই করুক না কেন, মায়ের জন্য সবার ফিলিংস একই রকম হয় তাইনা???
(এটা আমার সাথে ঘটেনি, তবে ঘটনাটি সত্য)