নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় হঠাৎ এক পাগলা কুকুর ছুটে এসে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। পাশের পার্ক থেকে একটি ছোট্ট শিশু বের হচ্ছিল। কুকুর ধেয়ে গেল তার দিকেও। ভয়ে-আতঙ্কে শিশুটি ততক্ষণে নীল হয়ে গেছে।
এমন সময় এক সুঠাম যুবক লাফিয়ে পড়ল কুকুরটির সামনে। জাপটে ধরল কুকুরকে। ধস্তাধস্তি চলল কিছুক্ষণ, তারপর যুবক সুযোগ বুঝে গলা চেপে ধরতেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পাগলা কুকুর।
উপস্থিত সকলেই যুবকের সাহস দেখে মুগ্ধ। ছুটে এসে করমর্দন করছেন অনেকে। ঘটনাস্থলে একজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। তিনি এসে যুবককে বললেন, “আপনার সাহস অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে। কালকের পত্রিকায় আমি শিরোনাম দিব- 'সাহসী আমেরিকান কর্তৃক শিশুর প্রাণরক্ষা।”
যুবক বিব্রত হয়ে বলল, “আমি কিন্তু আমেরিকান নই, একজন এমিগ্রান্ট।”
সাংবাদিক বললেন, “কোনো সমস্যা নেই, শিরোনাম হবে সাহসী ইসরায়েলী কর্তৃক শিশুর প্রাণরক্ষা।”
যুবক বলল, “আপনি আবারও ভুল করছেন। আমি ইহুদি নই, মুসলিম।”
সাংবাদিক ছবি তুলে চলে গেলেন। পরদিন সংবাদপত্রে ছাপাও হলো খবরটি। কিন্তু শিরোনাম হলোঃ “মুসলিম টেরোরিস্টদের হাত থেকে অবোধ পশুরাও রক্ষা পাচ্ছেনা। ব্যস্ত রাস্তায় খুন হয়েছে একটি নিরীহ কুকুর!”