মা; কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সহজ সরল নিষ্পাপ একটা মুখ। যে তার সন্তানকে ভালোবাসা ছাড়া আর কিছুই জানে না।
মায়ের জন্য আলদা একটা দিবস। কথাটা শুনলেই জানি কেমন গা গুলিয়ে ওঠে। সকাল বেলা যার মুখ না দেখে একটা দিন শুরু হয়না, যাকে ছাড়া একটা আবদার পূরণ হয়না, যার শাড়ির আঁচল ছাড়া হাত মোছা হয়না, যার শাসন বকুনি ছাড়া একটা দিন কাটে না, সেই মা'কে স্মরণ করার জন্য, তাকে শ্রদ্ধা দেবার জন্য, তার ভাল কাজ গুলোর কথা উপলব্ধি করার জন্য আলাদা একটা দিন? ক্যামনে সম্ভব??
ভাত খাওয়ার জন্য বসেছি, হাত ধুয়ে বসে আছি। কিছু নিচ্ছিও না, খাচ্ছিও না। ক্যামনে খাবো, আম্মা যে এখনও তুলে দেয়নি। গোসল করেছি, মাথা ভেজা, ঠাণ্ডা লেগে জ্বর আসবে। আম্মা ছাড়া এই কথাটা কে মনে করিয়ে দিবে? বুঝিনা বাপু, মানুষ পারেও বটে। "মা" দিবস। হাস্যকর একটা চিন্তা ভাবনা। হা হা হা......।।
কিন্তু আমার কি মনে হয়, এই দিবসটার আসলেই দরকার আছে। কঠিন ভাবেই দরকার আছে। ছোট্ট একটা উদাহরণ দেই-
______________ আমরা যে মন খুলে খালেদা, হাসিনাকে গালি দেই, তারাও কিন্তু কারও না কারও মা।।
আমরা যখন কারও গায়ে হাত তুলি, তাকে বেধম পেটাই, আমরা ভাবি সে'ই শুধু বেথা পাবে। আমরা কি এক বারও ভাবি, সন্তানকে হসপিটালের বেডে দেখার পর, "মায়ের" কি অবস্থা হবে? তার মানে কি? আমরা শুধু আমাদের মায়ের কথা ভাববো?
খুব সুন্দর একটা গালি পরিচিত আছে-"***** বেটা", "তোর মায়েরে ****"। শুনতে খারাপ লাগছে? অথচ, আমরাই কিন্তু বলি। মায়েদের প্রতি সম্মান রেখেই বলি। আরে ভাই, আমি তো আমার মাকে গালি দেই নাই। দিয়েছি ওর মা'কে। আমার "মা" মা, ওর মা কি "মা" ।
সবচেয়ে বড় কথা, আগামী কাল যে মা হবে, আজ কিন্তু সে যৌবনা তরুণী। আমরা সবাই জানি, একদিন সে মা হবে। আর আজ তাকেই আমরা রাস্তায়, দোকানে, ভার্সিটি, বাসে, পার্কে সব, সবখানে অপদস্ত করছি। তার সূর্য অস্পর্শী শরীরের ভাঁজে ভাঁজে নিজেদের নজর ঢুকিয়ে দিচ্ছি। করছি কুমন্ত্রণা।
কিন্তু কাকে করছি আমরা অপদস্ত, একজন অবলাকে, নাকি ভবিষ্যতের মা'কে?
তোমার মায়ের দিকে যদি আমি কুনজর দেই, তুমি আমাকে কি করবা? মনে রেখো, এক মাঘে শীত জায়না। ভবিষ্যৎ তোমাকে ছেড়ে দিবেনা।
মা'কে সম্মান করা মানে শুধু আমার মাকে সম্মান করা না। "মা" জাতিকে সম্মান করা। পথ শিশুর মা'কেও সম্মান করা। তারেক রহমান, জয়ের মা;কেও সম্মান করা।
আর হয়তো এই কথা গুলোই স্মরণ করিয়ে দেবার জন্যই এই "মা" দিবস।।
সকল মায়ের প্রতি "মা" দিবসের শুভেচ্ছা।। অমর হোক "মা" দিবস।।