আমার ঘুম ভাঙা শেষ রাতের বিছানাটা খালি থাকে -
এটাই সাভাবিক,
আমার সকাল বেলার ২০ টাকার রিকশা পথের একপাশ খালি থাকে -
এটাই সাভাবিক,
আমার থমকে যাওয়া দুপুর একা জীবন দরশনে কাটে -
এটাই সাভাবিক,
আমার প্রত্যাশিত বিকালে চার গুন লম্বা ছায়ার সাথে আর কেউ থাকে না -
এটাই সাভাবিক,
কিন্তু,
আমি ঘুমাতে যাওয়ার আগে আপনাকে দেখি,
সকালের গোসলে অনেক সময় লাগিয়ে ফেলি শরিরের জলে আপনার নাম লিখে,
থমকানো দুপুরে পিছন থেকে আপনার চলে যাওয়া দেখি,
আর বিকেলটা আপনাকে নিয়ে ভাববার জন্য বরাদ্দ রাখি,
আমার শুধু এগুলোই অশাভাবিক, আর বাকি সব সাভাবিক।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৬