কালকে
রাতে ঘটনার সূত্রপাত ঘটে অত্যন্ত স্বাভাবিক ভাবে। সবসময় যে রকম রাজাকার ওয়ামী এবং ওয়ালীকে ধিক্কার জানিয়ে পোস্ট করা হয় তেমন পোস্ট প্রথম পাতায় দেয়া হয়।
এইবার আসেন দেখি এইডা সঠিক ছিল কিনা????
২ রাজাকার যাদের পিছনে ছিলমারা আছে যাদের বাপ ৭১ এর বিশ্বাসঘাতক তাদের সা,ইনে সম্মান করবো? তাদের পোস্ট দেখলে + দিবো? যেহেতু তাদের পোস্ট করার অধিকার কর্তৃপক্ষ দিয়েছেন সুতরাং তাদের গালী দেয়ার অধিকার আমাদের অবশ্যই আছে। আরিল যদি সুস্থ ব্লগিং চাইতেন অনেক আগেই ব্যান করতেন খাটি রাজাকার নিকগুলোকে। এমনকি আমি রাজাকার নিক নিয়া ১৪ ঘাটের ঘোলা জল খাওয়ানো হয়েছে ইউসারদের। তাদের মাথায় ঘিলু অথবা দেশপ্রেম থাকলে এইসব নিক বলার আগেই ব্যান করতেন।
যাই হোক এই ওয়ামি শুয়োড়ডা কালকে পোস্ট দিলো মাতৃভূমির সন্তান রা এর প্রতিবাদে পোস্ট দিলো। সবচেয়ে আফসোসের বিষয় হলো আ,মু র রচিত একটা ছড়া ওয়ামি ওয়ালী কে নিয়া লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়। সবার অনুরোধে ছড়া রিপোস্ট করার পর, রাজাকারদের চামচা গন আমাদের ওপেন চ্যালেন্জ করে। তারা ফালতু বিষয় নিয়া পোস্ট করে আমাদের ফ্লাদিং করতে বাধ্য করে। শিবিরে যোগ দিবার জন্য সরাসরি উতসাহিত করা হয় পাওয়ারফুলের এক পোস্টে। আমি কৈতে চাই এইরকম রাজনীতির কথা সা,ইনের কোন জায়গায় লিখা আছে??
যে রগকাডা শিবিরে দলে দলে যোগদান করার জন্য ব্লগারদের উদ্বুদ্ধ করতে হবে???
এইসব আলতু ফালতু রাজাকারীয় পোস্টের কারনে আমাদের ফ্লাডিং শুরু হয়। যা পরবর্তীতে রাজাকার নিধনে আবারো করা হবে দরকার হলে। তারপরেও ঐসব শুয়োড়দের পোস্ট কোনোমতেই মেনে নিবো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৪/৫ টা রাজাকার নিকের সাথে বিরাট ফ্লাডিং যুদ্ধ বাধে। যা উপোরোক্ত কারণে মোটেই অযৌক্তিক ছিলো না।
ভোররাতে বিশিষ্ট রাজাকার গান্ধাবাতি আইসা দেশপ্রেমিক ব্লগারদের নামে আরিলের কাছে নালিশ করে। এবং না জেনেই আসল ঘটনা রাজাকারদের জিতানোর জন্য মি। আরিল আমাদের সবাইকে ব্যান করে।
এখন মাফ চাওয়া তো দূরের কথা সর্বশেষ পর্যন্ত আমরা দেখতে চাই লড়ে যেতে যাই। আরিল মাফ চাওয়ার কথা চিন্তা করে কফি খান। দেখতে থাকুন যতদিন আমাদের ব্যান রাখা হয় ততদিন সা,ইনের আলটিমেইট পরিস্থিতিটা কি দাড়ায়?
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫০