পর্ব 6 এর প্রশ্নটা মনে হয় অনেক কঠিন ছিল । কেউ সঠিক উত্তর দিতে পারে নি। প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে 25 টি ফল । লোকটি প্রথম দশটা চেক পয়েন্টে মোট তিরিশটা ফল দিবে। এতে তার একটা ঝুড়ি খালি হবে তাই পরের পনেরটা চেকপয়েন্টে তাকে মোট তিরিশটা ফল দিতে হবে । যার ফলে তার কাছে মাত্র একটি ফলের ঝুড়ি থাকবে । এবং পরের পাঁচটা চেক পয়েন্টে পাচটা ফল দিবে । তাই তার কাছে পচিশটা ফল থাকবে । আজকের প্রশ্ন : বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এক ছাত্রী খুন হলো । পুলিশ এসে সন্দেহভাজন চারজনকে জিঙ্গাসাবাদ করল এবং আসল খুনিকে ধরে নিয়ে গেল । সেই চারজনের নাম ও তাদের জবানবন্দি :
1. কলেজের ডীন : তিনি সারাদিন অফিসে ব্যস্ত ছিলেন ।
2. পিয়ন : সে মেইল চেক করতে বাইরে গিয়েছিল ।
3. শিক্ষক : তিনি ছাত্র ছাত্রীদের গ্রেড দিচ্ছিলেন ।
4. পরিষ্কারক : সে বিল্ডিংয়ের ছাদ পরিস্কার করছিলো ॥ বলতে হবে পুলিশ কিভাবে আসল হত্যাকারীকে ধরলো ? না পারলে উত্তর পরের পোস্টে!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২