যশোর-১ (শার্শা) আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ আফিল উদ্দীনের গাড়ির বহরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তল, শাটারগান, চারটি গুলিসহ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ (৪০) যুবলীগের পাঁচ কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক হওয়া ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী বেনাপোলের বড় আঁচড়া গ্রামের বাবলু রহমান (৩৫), শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের জাকির হোসেন (৩০), রুহুল আমিন (৩৫) ও সাইফুল ইসলাম (২৮)।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে র্যাব-৬-এর একটি দল যশোর-বেনাপোল সড়কের শার্শা উপজেলা পরিষদের সামনে থেকে তাঁদের আটক করে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার তারিক আজিজ প্রথম আলোকে বলেন, একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন সন্ত্রাসী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে সাংসদ শেখ আফিল উদ্দীনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
র্যাব কার্যালয় সূত্রে জানা গেছে, যুবলীগের ওই পাঁচ কর্মীকে আটকের পর অস্ত্রসহ তাঁদের শার্শা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানা গেছে।