শিক্ষা সভ্যতার বাহন এবং জাতির মেরুদন্ড ৷ শিক্ষার্থীর শিক্ষার মান যাচাই করার জন্যেই পরীক্ষা গ্রহন করা হয় ৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকাল অনেক শিক্ষার্থী পড়ালেখা না করে পরিক্ষার রুমে গিয়ে নকল করে শুধু পাস নয় বরং A+ অর্জন করছে ৷ এটার মুল হোতা হলো রাজনৈতিক দলগুলো ৷ ছাত্র রাজনীতির প্রভাব দেখিয়ে তারা এ সব কার্যাবলি সুষ্ট ভাবে সম্পন্ন করছে ৷ দেখা পরীক্ষার রুমে কোনো শিক্ষক বাধা প্রদান করলে সাথে সাথেই হুমকী দিচ্ছে ৷ অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে ৷
এমন কী বিভিন্ন পরীক্ষার হলে ছাত্র ও আইন রক্ষাকারী কর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যায় ৷ যতদিন পযন্ত আমাদের শিক্ষার্থীদের নকল করে পাশ করার মন মানসিকতা দুর করা না যাবে,ততদিন এ দেশ শিক্ষার মান উন্নত হবে না ৷
এমতাবস্থায় পরীক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,শিক্ষক,অভিভাবক সকলকে নিজ নিজ কতর্ব্য যথাযথভাবে পালন করতে হবে ৷ তাই দেশের স্বার্থে,জাতির স্বার্থে পরীক্ষাকে দুর্নীতিমুক্ত রাখার জন্য ছাত্র,শিক্ষক,অভিভাবক,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি ৷
.
লিখেছেন : ইমানুর রহমান ৷
স্টাফ রিপোর্টার,টুডে সংবাদ ৷
মোবাইল : ০১৭৭৪—৬৯৪২৬৫
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সকাল ১০:৫৫