অনেক দিন ব্লগে আসাহয় না! আসলেও ঝটপট কয়েকটি পোস্ট পড়ে বিদায় নেই। মন্তব্য করাথেকে ১০০ হাত দূরে থাকি! একটু পিছনে ফিরে যাই। কৌতহল বসতো ব্লগ খুজতেগিয়ে সামু সহ কয়েকটি ব্লগ খুজেপাই। সবগুলোয় আ্যাকাউন্ড খুলে ব্লগিং শুরু করি।অল্প কয়েকদিনে সবার মাঝে সামু হয়ে উঠে প্রিয় ব্লগ। তারও আগে ফেসবুকে টুকটাক লেখালেখি করতাম। কিন্তু একাধিক বার লেখা চুরি হওয়ায়, সেখান থেকে মোটামুটিভাবে বিদায় নেই। যখন ব্লগ খুজে পেলাম সাথে সামুর মতো ব্লগ। তখন দ্বিগুন গতিতে লেখা চালিয়ে যেতে শুরু করি। কিন্তু একি!? সামুরতেও মানুষ লেখা চুরি করে পোস্ট দেয়! মজার বিষয় হলো, আমার লেখায় ছোট খাট ভূল থেকেই যায়, আর যারা কপি করে তারা শুধু কপি পেস্ট করে যাতে সেই ভূলগুলো থেকেই যায়! মনে করতে পারেন ব্লগ থেকে বিদায় নেয়ার একমাত্র কারন এটাই!? তবে ব্লগিং না করলেও শুধুমাত্র সামুতে মাঝে মাঝে এসে ঘুরে বেড়াই। যায়স প্রশ্ন করতে পারেন এটাতো মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার সামিল।তাদের জন্য সেই সাথে সবাইকে জানিয়ে দিতে চাই, বিষয়টা সে রকম নয়! আমি লেখা বন্ধ রাখছি না। সেটা চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগে নিজের একটা ব্লগ সাইট খুলেছি "ব্লগারে"। সেখনেই আপাতত লিখছি। সেখান থেকে আমার শ্রেষ্ঠ লেখাগুলি সামুতে নিয়ে আসবো ভাবছি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ১০:৫১