গতকাল যে তিনজন আত্মহত্যা করসে, তাদের দায় নিবে এদেশীয় শিক্ষা ব্যবস্থার অচল নীতির ধারক ও বাহকরা।
আমাদের এই শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণটাই বস্তাপচা। তোমাকে কেমিস্ট্রিও পড়তে হবে, ফিজিক্স ও পড়তে হবে। বায়োলজি, ম্যাথ তো লাগবেই। আর বাংলা, ইংরাজি তো না হলেই নয়। আমি বুঝিনা এতো শিক্ষিত হয়েও আপনাদের চোখে কেন এইটা পড়ছে না যে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করা উচিত?
জন্ম নিয়েই আমরা একটা মেশিনে ঢুকে গেছি, আর আমরণ তা থেকে বের হতে চাই। কেউ ঠিকমত এই মেশিনে টিকতে না পারলেই তার জীবনের উইকেট পড়ে যাচ্ছে।
কালকের তিনটা মৃত্যুর দায় কে নিবে?
Curious mind wants to know...!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:২৮