প্রথম অধ্যায় থেকে যতদূর পর্যন্ত বৃষ্টি হয়
জোছনা ও রোদ্দুরের বর্ণমালায়,
মায়ের হাতে বানানো কাসুন্দির ঘ্রাণ ছিল
ফিরে আসতে চাইবার-
বিনীত কাজলে, অবাক আশ্রয়!
জীবনের অর্থ খুঁজতে গিয়ে
এক সন্ধ্যায়, - বেসামাল হয়ে যাবার পর থেকে
পৃথিবীর আর কোনো নারীর হৃদয়ে
খুলতে যাইনি পাঠশালা!
ঐ সব জলজ বারুদে আছে মেঘডুম্বুর গীত
বুনো কচুরীপানায় ছেয়ে যায় বদ্ধ বুক
যখন নদীরাও ভুলে গেছে সমুদ্রের স্বাদ।
ক্রুশবিদ্ধ ক্রীতদাস- ভুল স্বপ্নের পাপে, তবু-
জানলায় পেরেক ঠুকছে দিনলিপির পৃষ্ঠাগুলো
উত্তর আধুনিক নীলিমায়-
জলের বুকে জলের কান্না কেউ দেখে না
অদৃশ্য অশ্রুর ধারাপাত পড়তে শেখে কেবল
কবি ও নর্তকীর নীরব ঘুঙুর!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৮