কেমিক্যাল দিকশূন্যতার এক বিকালে,
জড়ভরতের মত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম।
শরীরের পাশ দিয়ে হুশ হুশ করে,
বের হয়ে যাচ্ছিল যান্ত্রিক শূন্যতার শবদেহ।
তোমাদের সভ্যতায়,
অবনীল তেজস্ক্রিয় সাইরেন বাজাতে বাজাতে
জনপথগুলো কেমন নদী হয়ে
কংক্রিটের পলি ফেলে চলে মাঠ বন পেরিয়ে।
পাখিদের স্বপ্নে সায় জানাবার জন্য-
বৃক্ষের প্রয়োজন নেই কোনো আর,
সিগন্যাল পোস্টের বাতি দেখে,
পথ চলবে হাইব্রীড বুনোহাঁসের ঝাঁক।
টাওয়ার থেকে টাওয়ারে চলবে ব্যাপক,
নীল খামে গোঁজা হৃদয় চালাচালি।
অদেখা স্পর্শের বাইরের অন্তরজালিক সরোবরে,
ডুবতে ভাসতে গোত্তা খাবে সাইবার যুবক যুবতীর দল।
বিলবোর্ডের মেঘের প্রেমে দেখো একদিন,
ফেরারী হবে তোমাদের ঐ সব রাডারের ঘুড়ি,
যদিও তা দেখে হেসে উঠবার মত আর
কোনো কাঠবেড়ালী বেঁচে থাকবে না সেদিন!